Logo Design Illustrator Bangla Tutorial | Logo Design Advanced Tutorial | Logo Design Masterclass | Professional Logo Design Illustrator
Logo Design Illustrator Bangla Tutorial | Logo Design Advanced Tutorial | Logo Design Masterclass | Professional Logo Design Illustrator
লোগো কি?
উত্তরঃ- লোগো হচ্ছে কোন কোম্পানির চুক্তি ও কারণ দিয়ে তৈরি ব্রেন্ড মার্ক। যা তার গ্রাহককে অনুপ্রাণীত করে সেবা নিতে।
লোগোর প্রকারঃ
সাধারণত লোগো তিন প্রকার।
১) টাইফোগ্রাফি লোগোঃ
ক) টাইপ বেজ লোগো । যেমনঃ- সামসাং; নকিয়া
খ) কেরেক্টার বেজ লোগো। যেমন - সিএনএন, জি টিভি, নাসা।
গ) ওয়ার্ড বেজ লোগো যেমন গুগুল।
২) সিম্বলিক লোগো। যেমন - এপল, নাইক, এন্ড্রয়েড, স্কয়ার।
৩) মিক্সড লোগো । যেমন- মাইক্রাসফট , এডিডাস।
লোগো ডিজাইন প্রক্রিয়া:
১. লোগো কেনো দরকার
২. সেবা চিহ্নিত করণ
৩. ডিজাইন অনুপ্রেরণা
ক) ব্রেইনস্ট্রমি: নির্দিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত সকল বিষয়কে একত্রীকরণের মাধ্যম। এমনকি বিষয়ের মধ্যে যদি ভয়ানক বা নেতিবাচক কিছু চলে আসে, তা ও লিখতে হবে।
খ) গ্রাহকের মতো করে চিন্তা করতে হবে।
গ) সবাইকে অংশগ্রহন করানো।
৪. প্রতিযোগিদের কাজ বা লোগো দেখা
৫. সঠিক টাইফোগ্রফির ব্যবহার বা নির্বাচন।
৬. রং ব্যবহারে সতর্কতা অবলম্বন।
৭. লোগো ব্যবহারের স্থান চিহ্নিত করণ। [সাইজ ও মাপ বুঝার জন্য]
৮. লোগো ডিজাইনে কি কি করা যাবে না:
ক) জটিলতা তৈরী করা যাবে না।
খ) অতিরিক্ত নিখুত করা থেকে বিরত থাকতে হবে।
গ) অতিরঞ্চিত করা থেকে বিরত থাকতে হবে।
ঘ) বেশি রং ব্যবহার করা যাবে না।[ প্রথম কপিতে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না। ]
বিশেষ দ্রষ্টব্যঃ-
১. লোগা ২ সেকেন্ড সময়ের মধ্যে মানুষকে আকৃষ্ট করে এবং কন্টেন্ট ৩ সময়ে।
২. লোগো কাজ শেষ হলে লোগোতে ব্যবহৃত কোন একটি বর্ণ চার দিকে রেখে সেইফ এড়িয়া রাখতে হয়। তারপর । এই অতিরিক্ত অবজেক্টটির ফিল ও স্ট্রোক নান করে পিএনজি টি ইলাস্ট্রটরে সেইভ করতে হবে।
৩. লোগোর দৈর্ঘ বা প্রস্থ কে কোন পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যার ভাগফল হবে শূণ্য। সেই সংখ্যা দিয়ে বর্গাকার সেল বানিয়ে গ্রিড বানাতে হবে। তার মধ্যে লোগো কে এডজাস্ট করতে হবে। তখন কোন সাইডে না মিললে লোগো কে টেনে ছোট বড় করা যাবে না।
৪. বায়ার রিকুয়ার্মেন্ট না দিলে নিজে থেকে কখনো হলুদ রং ব্যবহার করা যাবে না লোগো তে।
what is logo =
logo hosse kuno companyr sukti o karon diye toiri brand mark. ja tader grahok ke onupranito kore sheba nite.
logo classification =
logo 3 prokan normaly.
1# typographi logo[
type base{sumsang ;nokia;},
carecter{cnn;bbd;gtv;nasa;} base,
word base{google}]
2#symbolic logo[{apple;nike;android;square;}]
3# mixed logo[{microsoft;addidas;}]
logo design proccing =
1.logo keno dorkar
2.seba sinhito koron.
3.design onuprarona [
1#brainstoming= nirdisto bishoyer shate shomprikto shokol bishoyke aktri koroner maddom. amonki bishoyer modde jodi voyonkor ba netibasok hoy ta o likte hobe ].
2#grahoker moto kore sinta kora.
3#shobaike ongshogrohon koranu.
4. protijugider kaj deka ba logo deka/ checkout compitutor
5. shotik typographir bebohar ba nirbachon.
6. rong behohare shotorkora obolombon.
7. logor bebohar sinhito koron[size and other bujar jonno].
8. logo design e ki ki kora jabe na
1.jotilota toiri kora jabe na
2.oti nikuth kora teke biroto thakte hobe
3. oti ronjito kora jabe na
4. beshi color use kora jabe na
skip= gradient use kora jabe na
No comments