Graphic Design Merge Class 1 - 2 - 3
গ্রাফিক ডিজাইন
ক) গ্রাফিক ডিজাইন কি?
গ্রাফিক ডিজাইন হল একটি ভাষা
খ) গ্রাফিক ডিজাইন কাকে বলে?
ভিজুয়াল প্রবলেম সমাধান করার জন্য সেইপ টেক্সট ইমেজ দিয়ে প্রযুক্তি ব্যবহার করে যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় তাকে গ্রাফিক্স ডিজাইন বলে
উদাহরণ হিসেবে বলা যায় যেমন একটি বই অর্থাৎ সমস্ত বই কে গ্রাফিক ডিজাইন বলা যায় কিন্তু বইটির ভেতরের টেক্সট লেখা একটা পেজ কে গ্রাফিক ডিজাইন বলা যায়না
এখানে সেইফ টেক্সট ইমেজ এই তিনটি একই সাথে অবস্থান করতে হবে কোনটি বাদ পড়লে এবং টেকনোলজি সম্পৃক্ত না হলে সেটা গ্রাফিক ডিজাইন হবে না
গ্রাফিক ডিজাইন কিভাবে তৈরি হয়?
ইমেজ টেক্সট সেইপ ব্যবহার করে যে ভার্চুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় সেটাই গ্রাফিক ডিজাইন
#স্কেচ আর্ক অ্যাবস্ট্রাক্ট ডিজাইন এগুলোতে টেকনোলজি ব্যবহৃত হয় না তাই এগুলো গ্রাফিক ডিজাইন নয়
#Sketch arc abstract designs do not use technology so they are not graphic designs
গ) Graphic design classification
প্রকাশনার দিক দিয়ে গ্রাফিক ডিজাইন দুই প্রকার / There are two types of graphic design in terms of publishing
1) print 2) Digital
ফাইল ফরম্যাটের দিক দিয়ে গ্রাফিক ডিজাইন দুই ধরনের হয়
1) raster 2)vector
ঘ) the importance of graphic design
গ্রাফিক ডিজাইন হলো একটি সৃজনশীল পেশা। একুশ শতকে টিকে থাকতে সৃজনশীল পেশা হল অন্যতম হাতিয়ার।
ঙ) example of graphic design
চ) job sector of graphic design
print media, TV, FM, production house, Cinema, drama, corporate office (pran, Bank), event, marketing section, game design, art design,
ছ) salary of graphic design
Salary depends on the portfolio, বাংলাদেশ একজন creative directorরের বেতন হতে পারে 30 হাজার থেকে 2 লাখ টাকা পর্যন্ত, দেশের বাইরে এক লাখ থেকে 10 লাখ টাকা বেতন প্রতিমাসে,
বর্তমানে মাইটিভিতে ডিজাইনারের বেতন কম দেওয়া হচ্ছে নরমালি 8000 থেকে শুরু হয় তবে মাই টিভি প্রমোশন এর কাজ বেশি পায় অপরদিকে বর্তমানে যমুনা টিভির গ্রাফিক ডিজাইনার দের সেলারি 25000 থেকে শুরু হয় সাধারণত এটা অন্যান্য টিভি চ্যানেল হতে বেশি বেতন দেয় যমুনা টিভির বর্তমান ক্রিয়েটিভ ডাইরেক্টর এর বেতন প্রায় 5 লক্ষ টাকা
বলা বাহুল্য যে যমুনা টিভির মূল যে ব্র্যান্ডিং আমরা দেখতে পাই সেটা ব্র্যান্ডিং করার জন্য বিদেশ থেকে একজন
ক্রিয়েটিভ ডাইরেক্টর হায়ার করা হয় এক বছরের জন্য যার প্রতি মাসে বেতন দেওয়া হতো 25 লক্ষ টাকা
জ) post for graphic design
1)Junior graphic designer
সফটওয়্যার দিয়ে কাজ করে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না
2)graphic designer
3) senior graphic designer:
কাজ বুঝে আনে, কিছু গ্রাফিক ডিজাইনার তার অধীনে কাজ করে, সে সিদ্ধান্ত নিতে পারে,
visualizer: কখনো এই ডিজাইনারকে নাম দেওয়া হয় ভিজুয়ালাইজার, সে আগে থেকেই জানে সামনে থেকে কি হবে, ভিজ্যুয়ালাইজার বেশি থাকে এজেন্সিতে,
4) GAME designer
5) animator
6) art director (aesthetically calculation করবে, ভিডিওগ্রাফির অন্যান্য কাজের সৌন্দর্য ঠিক করবে, উনার অনেকটা শুচিবায়ু অভ্যাস থাকে, উনি অতিরিক্ত পরিছন্নতা ও সৌন্দর্য খুঁজে থাকেন, বাস্তব ক্ষেত্রে অনেক সময় আর্ট ডাইরেক্টর দেরকে হাফ লেডিস দের মত দেখা যায়, )
7) creative director ( সবচেয়ে বড়, অনেক অভিজ্ঞ হয়ে থাকেন , অনেক বিষয়ে দক্ষ থাকেন ব্যাকগ্রাউন্ড= গ্রাফিক ডিজাইনার + মারকেটিং, প্রতিটি কাজ সৃজনশীলতার সাথে করে থাকেন, টপ ডিমান্ডে থাকায় সবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলতে হয় তাই কোনো কোনো ক্ষেত্রে সৌন্দর্যের ত্রুটি থাকতে পারে সে কারণেই আর্ট ডিজাইনার নিয়োগ করতে হয়,
ক্রিটিভ ডাইরেক্টর তার ক্রিটিভিটি এপ্লাই করে সম্পূর্ণ event, project, program, production কন্ট্রোল করে বা পরিচালনা করে নতুন ক্রিটিভিটি যুক্ত করে)
ডিজাইনার হিসেবে বা ডিজাইনার লেভেলে সবচাইতে বড় পোস্ট হল ক্রিয়েটিভ ডাইরেক্টর তাই ডিজাইনারদের কাছে তাকে কোন কৈফিয়ৎ দিতে হয় না তবে যদি কখন ক্রিয়েটিভ ডাইরেক্টর কোন ভুল করেন তবে সেটা জবাবদিহি দিতে হয় ম্যানেজমেন্ট এর কাছে
যে কোনো কাজ বা প্রোজেক্টের জন্য ক্রিয়েটিভ ডাইরেক্টর ম্যানেজমেন্ট এর কাছে শুধু এইটুকু বলেন যে আমাকে এই কাজটা এই প্রজেক্ট বা এই টার্গেট সম্পন্ন করতে এত টাকা লাগবে তারপর নির্দিষ্ট সময় পর তিনি কাজের রেজাল্ট তুলে ধরেন ম্যানেজমেন্ট এর কাছে
ঝ) international ranking of graphic designer
------------------------------------------------------------------------------------------------------------------------
important short form:
TG = Target group
CG = Computer Graphics
TVC = television video commercial
CGI = computer-generated imaginary
OVC = online video promotional (as like YouTube advertisement)
OVT = over the top (লক্ষ্য থেকে বেশি কোন সফলতা পেলে যেমন 1000 লাইক এর জায়গায় 2000 লাইক পেলে)
PCR = primary control room
#কপি রাইটার গ্রাফিক ডিজাইন এর আন্ডারে নয়,
#মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে কাজ না করলে সেই ডিজাইনার নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে পারবে, কোন নাটকের পোস্টার ডিজাইন করে দিলেও নিজেকে মিডিয়া তে কাজ করে দাবি করতে পারবে তা না হলে সে শুধুমাত্র একজন গ্রাফিক ডিজাইনার / ফ্রিল্যান্সার,
#গ্রাফিক ডিজাইন এর মূল রিসোর্স হল স্কেচ ও ক্যামেরা
গ্রাফিক ডিজাইনার হতে গেলে নিজের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার?
১) Patience/ ধর্য্য
২) time management
৩) communication skills
৪) listening
৫) observation
৬) indicating problem / finding the problem
৭) problem solving
৮) Capacity Analysis
৯) decision making
১০) attention to detail
১১) presentation skills
১২) software
কিভাবে শুরু করতে হবে গ্রাফিক ডিজাইন?
১) Research
২) element কালেক্ট করতে হবে / a lot of resources
যেমন ফন্ট, ইমেজ, ম্যাগাজিন, কালার, Raw texture, এগুলো সংগ্রহ করতে হবে
৩) be inspired
এমন কারো প্রতি ইন্সপায়ার্ড হতে হবে যার সাথে তুমি কমিউনিকেশন করতে পারো
কিছু সৃজনশীল মানুষদের উদাহরণ দিলে যাদের নাম আসে: ডক্টর ইসলাম শফিক স্যার,
৪) study
৫) practice
৬) apply your skills
2. Element collect করতে হবে:
font, image, magagin, color, raw texture.
3. be inspired: এমন কারো প্রতি inspired হওয়া, যার সাথে তুমি communication করতে পারো।
#হাই লেভেল পার্সনালিটি অন মিডিয়া Dr. Islam Safiq Sir,
[ রেদুয়ান রনি, অমিতাভ রেজা, শাওন, হাসিনা ডটার্স টেল , পুলকিত। = দেশের ক্রিয়েটিভ ডাইরেক্টর্স]
Storyboard: Storyboard designer সাধারণত art design drawing করে পেইজ বাই পেইজ সাজিয়ে থাকেন।
১. research:
target audience এর উপর research করে Design সাজাতে হবে।
copywriter: সম্পূর্ণ নির্মাণ তার উপর নির্ভর করে। সে কপির মধ্যে রসবোধ জাগিয়ে তুলে। তিনি sript এর মধ্যে রসবোধ জাগিয়ে তুলে। প্রজেক্ট এ
copywriter হলো
Art Director এর নিচে। অর্থাৎ ৩ নাম্বার সিরিয়ালের
পোস্ট। কিন্তু Graphic Designer না।
নতুন ও পুরাতন গ্রাফিক্স ডিজাইনারের মধ্যে পার্থক্যঃ
১. Font এর ব্যবহার:
[ ডিজাইন এর সাথে মেচ করে ফন্ট ব্যবহার করতে হবে, যেমন
Funny Font, Horror Font, geo font, Metrical font ইত্যাদি জায়গা বুঝে ব্যবহার করতে হবে। ]
Font size:
Application font size 12-14
Magazine body text 10, lower 9, upper 11
business card font highest 11, location 6/7
২. Free Space/ Brething Space/ White Space:
ডিজাইনে Free Space এর গুরুত্ব সবথেকে বেশি।
৩. Color:
৪. Composition:
arrangement of elements.
#deconstructive design
#MarCom = Marketing communication.
[as like assistant manager/ as like creative manager/
Hotel job on 5star/4star hotel a luxury jobs. high salary jobs.
#Sir Agency = Creative Captan7
#Sir Course = Creative Captan Acadamy]
5 aug 21
White Space / Empty Space between Elements = Free Space.
professional design এর Sign হলো, color, font, free space and composition.
Sign for a professional graphic design
color এর মাধ্যমে রুচিবোধ বুঝায়,
free space এর মাধ্যমে সাহস বুঝায়,
composition এর মাধ্যমে বিচক্ষনতা বুঝায়।
composition:
designer এর বিচক্ষনতা ও অভিজ্ঞতা বুঝা যায় composition দেখে
elements গুলো সুবিন্নস্ত ভাবে সাজানো কে composition বলে।
#junior graphic designer final decision নিতে পারে না ,তবে সাধারণ সিদ্ধন্ত নিতে পারে।
art element গুলো কি? / design elementগুলো কি?
1. dot [ . ] :
just a round spot.
2. Line:
Movement of a dot without any space.
3. Shape:
A space with by close line./ A space with a close line.
[
#Art/ Theme/ Design এর redesign করার জন্য 1st designer এর permission নিতে হবে , যদিও ডিজাইনটি অনেক টাকায় বিক্রি হয়ে গিয়েছিলো অনেক আগেই।
]
4. Space:
An element thats made by positive or negative area, used by designer sense to achieve the depth of the art work.
এখানে positive অর্থ উপস্থিত এবং negative অর্থ অনুপস্থিত।
#মানুষ যদি
হয় space ভালো মানুষ হলো free space
#Object কে
Focas করার জন্য যে অতিরিক্ত জায়গা নিচ্ছি তাকে Free Space বলে।
#Free
Space: Object এর জন্য যে Space স্বস্তি এনে
দেয় তাকে Free Space বলে।
#Space: Design এর আগে ও পরে সবটুকুই Space.
5.
Color:
চোখের দেখায়
চাক্ষুস বৈসম্য সেটাই Color.
6.
Value:
কোন রং এর
সঙ্গে সাদা ও কালো রঙ্গের মিশ্রণের পরিমাণ
অথবা রঙ্গের Light এবং Dark এই তারতম্যকে Value বলে।
7.
Texture:
Texture অর্থ
হলো বুনন , যা অনুভব করা যায়, যা হাত ও চোখে অনুভব করা যায়। যেমন দেয়াল, গাছের বাকল ইত্যাদি হলো বুনন। কখননো এমনও হয় যে, এই বুনন টি
চোখের হাত দিয়ে দেখা যায়। যেমন, কাঠের টেবিলকে মশৃণ পালিশ করলে তাতে হাত দিয়ে কোন বুনন
অনুভব করা যায় না। কিন্তু তার একটা ছবি তুললে এর দিকে তাকিয়ে স্বপ্নের হাত বুলালে একটি
বুনন অনুভব করা যায়। এটাও এক রকম Texture.
8. Perspective
/ দৃষ্টিকোণ :
যা দিয়ে 3
dimensional / 3D Design বুঝায়।
9. Composition: arrangement of elements.
Layout Elements:
#size :
proportions between to object.
5. color:
6. value:
7.
Texture:
8.
Balance:
9. Contrast:
Contrast হলো দুইটা Object এর রঙ্গের তারতম্য / আলোর তারতম্য।
10.
Emphasis:
Point to
take attention.
11.
Proportion:
Proportion
describes the size.
12.
Pattern:
Pattern
is created by repeating an element (Line, shape or Color ) over and over again.
13. Gradation:
Gradation
of color from warm to cool and tone from dark to
14.
Composition:
Assignment
#Assignment 1st cover page
Topic name
Submitted to
Submitted by
Submition time and date
Module: graphic design
#Then one page blank as like white page/ 2nd white page
#Then ackonologment
#Table of content manu
#List of image menu
#Logo
#others
উদাহারণ খুজে প্রয়োজনে image add করতে হবে।
No comments