Mandala shape rotate on middle of other shapes | Mandala grid problems on illustrator
Numering or text align on mandala using grid | Mandala design with grid | Mandala grid problems on illustrator | Mandala shape rotate on middle of other shapes | Shape align on mandala using grid
গ্রিড মেন্ডেলা সমাধানঃ-
ভিন্ন মাপের যেমন ইলিপ্স ছাড়া অগুছালো মাপের সেপ কে গ্রিডে এলাইন করতে, প্রথমে স্নেপ টু গ্রিড অফ করে দেই। তারপর এর মধ্যে ৬টি পয়েন্ট সো করবে, কিনারের মাঝের পয়েন্ট দিয়ে আমরা মধ্যস্থান বিচার করে এলাইন করতে পারবো। তারপর আবার স্নেপ টু গ্রিড অন করে রোরেটের কাজ করলেই হবে।
অনেক সময় ইচ্ছে মতো মেন্ডেলা আইকন বানানোর সময় যদি মাউস দিয়ে ক্লিক করে কাজ করতে সমস্যা হয়, তখন স্নেপ টু গ্রিড অফ করে দিলেই আর ক্লিক করলে কর্ণারে গ্রিড পয়েন্ডে ক্লিক না পরে, বরং আপনি যেখানে চান সেই স্থানে ইচ্ছা মতোন করে ক্লিক করে সেইন গঠন করতে পারবেন। গ্রিড সেলের মাপের সাথে
মিল না রেখে ইলিপ্স বানাতেও স্নেপ টু গ্রিড অফ করতে হয়।
No comments