Paypal Fiverr For Another Billing Info
Fiverr থেকে $4 অন্য ব্যক্তির paypal এ withdraw দেওয়া যায়। paypal business account ব্যবহার করলে কিছুটা শান্তি। কারণ পেপাল এখনো বাংলাদেশে আসেনি। পেপাল লগইন করে প্রয়োজন ছাড়া কোন অপশনে ক্লিক করবেন না। কারণ কোন অপশনে ক্লিক করে সম্পুর্ণ না করে বেক করলে বা ক্লোজ করলে সমস্যা আছে।
সেক্ষেত্রে আপনাকে সন্দেহভাজন ব্যবহার কারী হিসাবে আপনার তথ্য যাচাই করবে। তখন আপনি ভেরিফাই করতে পারবেন না। কারণ আপনার একাউন্টটি অন্য দেশ এর উল্ল্যেখ করেই বানিয়েছিলেন। অনেক সময় একাউন্ট ব্লক করে দিতে পারে।,
$500 এর বেশি সেন্ড করলে বা উইথড্রো করলে ও ভেরিফাই সমস্যা দেখা দেয়। তাই পেপাল থেকে পেপালে সেন্ড করার সময় মূল্য ব্যালেন্সের থেকে কিছু কম পাঠাবেন। $30 থাকলে পাঠাবেন $27. paypal থেকে সম্পূর্ণ ডলার উত্তোলন বা সেন্ড করলেই আপনি সন্দেহের তালিকায় চলে যাবেন।
এতো গুলো সমস্যা থাকার মূল কারণ হলো পেপাল এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি। যেহেতু এসব সমস্যার কারণে যে কোন সময় একাউন্ট ব্লক হয়ে যায়, তাই তিন ডালারের বেশি হলেই তা সরিয়ে নিবেন।
আপনার যদি একাউন্ট না থাকে তবে অন্যের কাছ থেকে কিনতে পারবেন ১৫০০ টাকা দিয়ে পার্সনাল একাউন্ট । বিজনেস একাউন্ট একটু বেশি টাকা নেয়। দ্রুত নষ্ট হয়ে যাওয়া পেরা অনুভব করলে বা কিডনি প্রিয় হলে আপনি নিজেই একটা একাউন্ট বানিয়ে নিন।
একটু কষ্ট হবে, তারপর ঠিকি পারবেন। তো আজই লেগে পরুন। কি আছে জীবনে।
No comments